ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
জেলখানায় বসে পরীক্ষা দিলেন এক এসএসসি পরীক্ষার্থী। গতকাল মঙ্গলবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ওই পরীক্ষার্থী বাবলু মিয়া কুড়িগ্রাম জেলখানায় গণিত বিয়য়ের পরীক্ষা দেন।
পূর্ব চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিনোদ চন্দ্র রায় জানান, বাবলু গত বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে গনিত বিষয় ফেল করেছিল। তাই তার এক বিয়য়ে ফরম ফিলাপ করানো হয়। এরই মধ্যে গত ১০ ফেব্রুয়ারী উপজেলার খড়িবাড়ি বাজারে পর্নো ছবি প্রদর্শন ও বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবী নেওয়াজ বাবলু সহ ৪ জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও জানান, সাজা প্রাপ্ত ওই কয়েদীর আবেদনের প্রেক্ষিতে কুড়িগ্রাম জেল সুপার মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠির আলোকে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব শ্রী কানাই চন্দ্র সেন কুড়িগ্রাম জেলা কারাগরে ওই শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা গ্রহন করেন।