এইচ.এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে :
ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরস্কার পেলেন শৈলকুপা থানার দুই পুলিশ অফিসার। পুরস্কারপ্রাপ্তরা হলেন এস,আই আতিয়ার রহমান ও এ,এস,আই মিরাজ হোসেন। ২০১৬ সালের আগষ্ট মাসের সেরা পুলিশ অফিসার হিসেবে তারা বিবেচিত হন। তারা দুজনেই শৈলকুপা থানায় কর্মরত রয়েছেন। মঙ্গলবার ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।
উলেখ্য, গত জুলাই মাসেও শৈলকুপা থানার এস,আই কামাল হোসেন ও এ,এস,আই আজাদ শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার অর্জন করেন।