ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুলাউড়া সদর ইউনিয়ন থেকে তিন তিনবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান প্রার্থী হিসেবে প্রচার প্রচারনা ও মতবিনিময় করছেন কুলাউড়ার কর্মধা, পৌরসভা, রাউৎগাঁও, কুলাউড়া সদর ইউনিয়ন ও পৃথিমপাশা এলাকাব্যাপী। তার এই নির্বাচনী প্রচারনায় আওয়ামীলীগ ছাড়াও স্থানীয় সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ রয়েছেন প্রচার প্রচারনায়। ডিসেম্বরে জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এ প্রচারনা চলছে বলে জানান সাবেক চেয়ারম্যান শাহজাহান। মোঃ শাহজাহান আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি কুলাউড়া সদর ইউনিয়নের বাসিন্দা। উল্লেখ্য, মোঃ শাহজাহান এর স্ত্রী নার্গিস আক্তার বুবলী কুলাউড়া সদর ইউনিয়নের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান।