ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে সেহরি শেষে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় জয়পুরহাটের বাসস্ট্যান্ড এলাকায় মটর সাইকেল দূর্ঘটনায় এলজিইডির অবসরপ্রাপ্ত প্রকৌশলী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হালিমুর রশিদ নিহত। তার একটি স্ত্রী একটি ছেলে ও একটি মেয়ে এবং ওনার বহু গুনাবলি রেখে গেলেন তিনি।
জানা যায়, মসজিদে যাওয়ার সময় রাস্তা পারাপার হচ্ছিলেন। এমন সময় একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
পরে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।
নিহত ওই ব্যক্তির বাড়ি শহরের হাউজিং এস্টেট এলাকায়।
তার গ্রামের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়াতে।