এইচ.এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে :
“হটাও জঙ্গি বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ” এই শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন ও সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর ফিরোজা পারভিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুয়ারা খাতুন প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নতি যাদের চোঁখে সহ্য হচ্ছে না, তারাই দেশকে ধ্বংস করতে বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু করেছে। তাই সকলকে সজাগ হওয়ার আহব্বান জানান তিনি।