mail.google

এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে একাধিক হত্যা মামলার আসামী শহিদুল ইসলাম পচা র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।
শুক্রবার রাত ২ টার দিকে হরিণাকুন্ডু উপজেলার ফলসি বটতলায় এ ঘটনা ঘটে।
র‌্যাব জানায়, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন একদল ডাকাত। এমন খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের টহল গাড়ি সেখানে গেলে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে শহিদুল ইসলাম পচা নিহত হন। অন্য ডাকাতেরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করে র‌্যাব। তার বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় একাধিক হত্যা মামলা ছিলো বলে র‌্যাব জানায়। পরে নিহতের লাশ উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন