এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহে নাশকতার মামলায় জামায়াত ও শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।
সেসময় উদ্ধার করা হয় বেশ কিছু জিহাদী বই।
এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছে আরও ২৯ জন।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সে সময় কোটচাঁদপুর উপজেলা থেকে দুই জামায়াত ও এক শিবির এবং মহেশপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয় তিন জামায়াত নেতাকর্মীকে। এছাড়া কোটচাঁদপুর থেকে উদ্ধার করা হয় বেশ কিছু জেহাদী বই।
এদিকে অন্যানো মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও ২৯ জনকে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।