mail.google

এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহে নিখোঁজ মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলী ওরফে পান্না হুজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া এলাকা থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। তিনি হরিণাকুন্ডুর উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ছিলেন বলে জানা গেছে। নিহত জামায়াত নেতা পান্না হুজুর হোসেন আলী আলিম মাদ্রাসার শিক্ষক ও মুসলীম বিবাহ ও তালাক রেজিষ্টার এবং পাশ্ববর্তি শৈলকুপা উপজেলার মহিষাগাড়ি জামে মসজিদের ঈমাম ছিলেন।
পুলিশ জানায়, জোড়াপুকুরিয়া মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এমন খবর পেয়ে সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করা হয়।
এদিকে পরিবারের দাবী গত ৪ আগষ্ট রাত ৮টার দিকে পাশ্ববর্তি শৈলকুপার রামচন্দ্রপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে তিনি বাড়ী ফিরছিলেন। রাস্তায় রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সামনে পৌছালে ৩/৪ জনের সাদা পোষাকের পিস্তল ও ওয়ারলেসধারী লোক তাকে তুলে নিয়ে যায়।
পরে খোঁজ নিলে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয় অস্বীকার করে আসছেন।
এ ঘটনায় গত ৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন