লালমনিরহাট ও কালীগঞ্জ প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় সোহাগ হোসেন (২৪) নামের এক সিএনজি আরোহী
যুবক নিহত হয়েছে। এসময় সিএনজিতে থাকা আরো ৩ যাত্রী ও চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার কাকিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের তুষভাণ্ডার গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
সে চট্রগ্রামের মাক্স ইনফেকচার লি: কোম্পানীতে কর্মরত ছিলেন। ছুটি শেষে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিল সে।
জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা কবি শেখ ফজলল করিম স্মৃতি কলম সংলগ্ন এলাকায় মাল বোঝাই ট্রাকের সঙ্গে ওই সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী সোহাগ হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় আরো ৩ যাত্রী ও সিএনজি ড্রাইভার গুরুতর আহত হন।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।