হুমায়ুন কবির, ঠাকুরগাঁও –
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা গতকাল বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন উপজেলা খ্রীস্টান এসোসিয়েশনের আয়োজনে পৌরশহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি রেভারেন বিষ্ণুপদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়।
এছাড়া উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা খ্রীস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেভারেন মনজিত রায়, ফাদার ইলিয়াস মুরম, রেভারেন রবিন্দ্র নাথ রায়, রেভারেন সুরেন্দ্র নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।