ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও থেকে ঢাকা পর্যন্ত অবিলম্বে আন্ত:নগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে ল্যাম্পপোষ্ট নামে একটি সেচ্ছাসেবী সংগঠন ।
রোববার বিকেলে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় সেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোষ্টের সদস্যরা ছাড়াও সাধারণ মানুষ মানববন্ধন কর্মসূচিতে একাত্বতা ঘোষণা করে অংশ গ্রহন করেন।
বক্তারা, ‘ঢাকা থেকে ঠাকুরগাঁ-পঞ্চগড় আন্ত:নগর ট্রেন চালু ঠাকুরগাঁওবাসীর প্রাণের দাবি। অবিলম্বে আন্তনগর ট্রেন চালু না হলে নাগরিক কমিটির পক্ষথেকে ঈদের পর বিক্ষোভ, অবরোধ,অনশনসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান ।
উল্লেখ্য, গত ৩ আগষ্ট ঠাকুরগাঁওয়ে আন্ত:নগর ট্রেন চলাচল উদ্বোধন হবে বলে বিভিন্ন গনমাধ্যমে খবর প্রকাশিত হলে উজ্জিবিত হয়ে ওঠে এই এলাকার মানুষ। কিন্তু ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে উদ্বোধন না করে দিনাজপুর-ঢাকা রুটে উদ্বোধন হওয়ায় হতাশ হয়ে পড়েন তারা।