ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ কাতার ফুবটল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ঠাকুরগাঁও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আনন্দ মিছিল বের করা হয়। গতকাল সোমবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে ব্যান্ড পাটিসহ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বড় মাঠে আনন্দ, ফুর্তিতে মেতে উঠে বিজয় উদযাপন করেন সমর্থকেরা।

ঠাকুরগাঁও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে আনন্দ মিছিলে ঠাকুরগাঁওয়ে বসবাসরত হাজারও ভক্ত, সমর্থক অংশ নেন। মিছিল শেষে বড় মাঠে বিজয়ের আনন্দ উৎসবে বক্তব্য দেন সমর্থক গোষ্ঠীর সমন্বয়ক আসাদুজ্জামান শামিম, কারবালা মিঠুন, আরাফাত হোসেন সাগর, জুবায়ের আকাশ, মেহেদী হাসান মাহফুজ, আশির উদ্দিন, এম.এন নিউমুন, সাদেকুল ইসলাম, মুরাদ আহমেদ, সানজিদ আহমেদ প্রমুখ। এর আগে রোববার রাতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের টাউন ক্লাবের সামনে বড় পর্দায় খেলা দেখানো হয় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে। সেখানে হাজারও সমর্থক আনন্দ, হাসি, কান্না, রাগ, অভিমান পেছনে ফেলে বিজয় উদযাপন করেন। তাদের প্রিয় টিম আর্জেন্টিনার বিজয়ের পর সমর্থকেরা বিভিন্ন এলাকা থেকে পাতাকা ও মিছিল নিয়ে পৌর শহরের চৌরাস্তায় জড়ো হয়। সেখানে আতশবাজি, লিও, লিও, মেসি, ভোমোস আর্জেন্টিনা, শ্লোগানে-শ্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর। আবেগঘন মুহুর্ত কাটিয়ে ঠাকুরগাঁওয়ের আর্জেন্টিনা সমর্থকেরা অবশেষে তৃপ্তির ঢেকর তোলে বাসায় ফিরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন