নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি \
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
দিবসটি পালনে শনিবার জাতীয় পতাকা উত্তোলন ও সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

জেলা প্রশাসনের আয়োজনে শহরের কলেজপাড়াস্থ টাঙ্গন নদীর তীরে অবস্থিত অপরাজেয়-৭১ এ জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তর, আ’লীগ, ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন বেবসরকারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়। অপরাজেয়-৭১ প্রাঙ্গন থেকে একটি বিজয় র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বীরমুক্তিযোদ্ধারা বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে, রক্তদান কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করেন তারা।
এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। এসময় মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্ম স্কাউটদের হাতে জাতীয় পতাকার ফ্লাগ তুলে দেন।

আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

বিকেলে বিজয়ের সুবর্ণজয়ন্তী, মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, উন্মুক্ত স্থানে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও আতশবাজী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রোববার জেলা প্রশাসক বনাম জেলা ক্রীড়া সংস্থা একাদশের মধ্যে প্রীতি টি-২০ ক্রীকেট প্রতিযোগিতা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন