mail.google
,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ+ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷বুধবার সকালে সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আগামী ১৬ই জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে স্বাস্থ্য বিভাগ সাংবাদিকদের নিয়ে এ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করেন৷
এ সময় ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবু মোঃ খায়রুল কবির ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন৷ অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক।
জেলায় ৫৬ টি ইউনিয়নে ১ হাজার ৪শ’ কেন্দ্রে ১ লাখ ৯৭ হাজার ৯৭৪ জন শিশুকে ওই দিন উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *