ঠাকুরগাঁও প্রতিনিধি॥
ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত ও গেজেট প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।এ সংক্রান্ত শুনানী শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহম্মেদ এর সমন্বয়ে গঠিত বেন্চ এ আদেশ দেন।আদালতে রিটকারীর পক্ষে শুনানীতে অংশ নেন এ্যাড. জয়নুল আবেদীন।

গত ৭ মে ঠাকুরগাঁও সদও উপজেলার ১২ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।এরমধ্যে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নেরও নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তফা কামাল ধানের শীষ ও নৌকা প্রতীক নিয়ে অনিল চন্দ্র সেন নির্বাচনে অংশ নেন।

রিট আবেদনের পক্ষে আইনজীবি সগির হোসেন লিয়ন বলেন,মোস্তফা কামাল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে ৯টি কেন্দ্রে মোট ভোট পায় ৪ হাজার ৮১৭ ভোট । অপরদিকে নৌকা প্রতীকের প্রার্থী অনিল কুমার সেন পান ৪ হাজার ৪৬৫ ভোট।

কিন্তু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান সরদার নির্বাচনী ফলাফল পরিবর্তন কওে বিজয়ী প্রার্থী মোস্তাফা কামালের পরিবর্তে অনিল কুমার সেনকে বিজয়ী হিসেবে ঘোষনা দেন।

বিষয়টি চ্যালেন্জ করে গত বৃহস্পতিবার হাইকোর্টে রিট আবেদন করেন মোস্তফা কামাল।শুনানী শেষে আদালত এ আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন