ঠাকুরগাঁও প্রতিনিধি॥সন্ত্রাস ও জঙ্গিবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযানে ঠাকুরগাঁও জেলায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঠাকুরগাঁও সদর, রুহিয়া, পীরগঞ্জ, রানীশংকৈল, বালিয়াডাঙ্গি ও হরিপুর থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও সদর থেকে ৩০ জন, বালিয়াডাঙ্গি থেকে ৪ জন, পীরগঞ্জ থেকে ১ জন, রানীশংকৈল থেকে ৪ জন, হরিপুর থেকে ৪ জন ও রুহিয়া থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, জামায়াত-শিবির ও বিভিন্ন মামলার পলাতক আসামীদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান,সন্ত্রাস ও জঙ্গিবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন