ঠাকুরগাঁও প্রতিনিধি ॥২৯ জুলাই কেন্দ্রিয় সন্মেলনের প্রস্তুতি হিসেবে ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষকদের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে (১২টায়) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর বিভাগের আয়েজনে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী।
বিভাগীয় শিক্ষক প্রতিনিধি সম্মেলনের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সভাপতি আবুল বাশার, সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা,ঠাকুরগাঁও জেলা সমিতির সাধারন সম্পাদক কমল কুমার রায় ও রংপুর বিভাগের সকল জেলার শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সন্মেলনে নারায়নগঞ্জে শিক্ষক লাঞ্চিত ঘটনার তীব্র নিন্দা ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।