ঠাকুরগাঁও প্রতিনিধি॥
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে বিএনপির প্রার্থী পয়গাম আলীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে প্রতিপক্ষ। সোমবার রাত ২ টায় ওই ইউনিয়নের কিসমত দৌলতপুর হাবুসপাড়া গ্রামে ২০/২৫ জন লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালায় এবং অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে।
এলাকাবাসী অভিযোগ করে জানায়, আ.লীগ প্রার্থীর লোকজন বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। এছাড়াও অফিসের পাশে মনসুর আলীর মুদি দোকান ও নুরুল আমিনের বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় বিএনপির প্রার্থী পয়গাম আলী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।