ঠাকুরগাঁও প্রতিনিধি :
“বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচাও প্রকৃতি বাঁচাও দেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, এনজিও সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
পওে শিল্পকলা একাডেমিতে পরিবেশ দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।