ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ভোটকেন্দ্রে নির্বাচন গ্রহন করতে যাওয়ার পথে ঠাকুরগাঁও-পন্চগড় মহাসড়কের মুন্সিরহাট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ নির্বাচনী কর্মকর্তা মারা গেছে ।গত কাল শনিবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঠাকুরগাঁও সদর উপজেলার কালেশ^রগাঁও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহঃ শিক্ষক ফিরোজা বেগম(৩২) এবং দারাজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক বিমল চন্দ্র (৪০)। তারা উভয়ে বালিয়া বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য একই মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন।পথিমধ্যে শহর থেকে ১৬ কিঃমিঃ দূরে মুন্সিরহাট নামক স্থানে পন্চগড়গামী নাবিল এন্টারপ্রাইজ নামে একটি নৈশ কোচের চাপায় তারা ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় সদর থানার ওসি মশিউর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।