ঠাকুরগাঁও প্রতিনিধি: ২দিন ধরে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর থেকে সকল দুর পাল্লার কোচ চলাচল বন্ধ রয়েছে।এতে চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ সহ ব্যবসায়িরা।
কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে গত রোববার থেকে তিন জেলার (পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর) মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী দুর পাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে।আজ সোমবারও কোন দুর পাল্লার কোচ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
এ অবস্থায় ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার ঢাকাগামী যাত্রীরা ঢাকা যেতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন। একইভাবে ঢাকা থেকে ছেড়ে আসা কোন কোচ এ ৩ জেলায় ঢুকছে না। ফলে ঈদের আগে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ ব্যবসায়িরা।
এ ব্যাপারে ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল জব্বার জানান,যে কোন গাড়ির তুলনায় হানিফ পরিবহনের চালক সুপাভাইজার ও হেলপারদের বেতন অনেক কম। বার বার তাগিদ দিয়েও মালিকপক্ষ বেতন ভাতা বাড়াচ্ছে না।এ অবষ্থায় কোচ চলাচল বন্ধ করা ছাড়া কোন উপায় না পেয়ে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন শ্রমিকরা।