চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম স্কেলে বেতনের দাবীতে স্মারকলিপি পেশ করা হয়েছে। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লার নিকট পেশ করা হয়।
ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন, চিলমারী উপজেলা শাখার সভাপতি মোঃ গওছল আজম আমিন এবং সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা কৃষিবিদ উপ-সহকারী কৃষি ¬কর্মকর্তা পদধারীগণ একই কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা সত্বেও ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায় ১০ম গ্রেডে বেতন স্কেল থেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন কৃষিবিদগণ। তারা দাবী করেন খাদ্যে উদ্বৃত্ত দেশের মর্যাদা লাভ করতে ডিপ্লোমা কৃষিবিদদের যথেষ্ট ভূমিকা রয়েছে। অথচ বেতন ও মর্যাদার দিক থেকে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। অবিলম্বে ডিপ্লোমা কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদাসহ ১০ম গ্রেডে বেতন স্কেল প্রদানের দাবী জানান প্রধানমন্ত্রীর কাছে। স্মারকলিপি প্রদানকালে চিলমারী উপজেলার ১৯ ডিপ্লোমা কৃষিবিদ উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।