ঠাকুরগাঁও প্রতিনিধি॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।
এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা মহিলা পরিষদের সভাপতি আফরোজা পারভিন রিকা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম পারুল, পৌর মহিলা কাউন্সিলর দ্রৌপদি দেবী আগরওয়ালা, উদীচীর সভাপতি সেতারা বেগম, লিগ্যাল এইড সম্পাদক শামিমা সুলতানা, লিগ্যাল এইড এডভাইজার এ্যাড, নাসির, সাইম, প্রশিক্ষন গবেষনা সম্পাদক রোমা ঘোষ প্রমূখ।
বক্তারা অবিলম্বে তনু হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেপতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।