মোহাম্মদ মানিক হোসেন দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে দিন দিন বাড়ছে তীব্র শীতের কারণে প্রচণ্ড শীত ও ঘনকুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়েছে পড়েছে। দিনাজপুরে গত শনিবার ও রবিবার ২টা পযুন্ত সূর্যের মুখ দেখা মিলছে না ।তীব্র শীতের কারনে শিশু, বৃদ্ধসহ সব বয়সের মানুষ কাবু হয়ে পড়েছে। কনকনে শীতে মানুষ লোকজন ঘর থেকে বের হতে পারছে না। বিশেষ করে শ্রবজীবী মানুষরা পড়েছে চরম বিপাকে। শীতের কারণে কাজ করতে না পেরে দারুণ কষ্টে দিনযাপন করছে। শীতে মানুষের পাশাপাশি গবাদি পশুরাও কাহিল হয়ে পড়েছে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। যানবাহনের সামনে ৪/৫ ফুটের বেশি দেখা যাচ্ছে না। ফলে যানবাহনগুলোকে দিনের বেলায় রাস্তায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।এছাড়া তীব্র শীতে পুরাতন কাপড়ের দোকানসহ অন্যান্য দোকানে ক্রেতাদের ভীড় বেড়েছে। দোকানীরা ক্রেতাদের চাহিদা মতো শীত বস্ত্র সরবরাহ করতে ব্যস্ত সময় পার করছে ,এদিকে শীতের কারণে এই দিনাজপুরে শীতজনিত রোগের প্রাদুর্ভাব ঘটেছে। স্কুলের মরনিং সিপ্টের শিক্ষার্থীদের এক অভিভাবক জানান,প্রচন্ড ঠান্ডার কারণে আমাদের সন্তানরা সকালে ঘুম থেকে উঠতে ও স্কুলে যেতে অলসতা করছে এতে পড়ালেখার বেঘাত ঘটছে তাদের।