দিনাজপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯ টায় জেলা সদরের কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক বসার স্থানের টিনসেড থেকে বস্তুটি উদ্ধার করে পুলিশ।
বিদ্যালয়ের নৈশ্য প্রহরী আলহাজ আব্দুল মান্নান জানান, ভোরে পাশের মসজিদ থেকে নামাজ পড়ে ফিরে এসে দেখতে পায় বিদ্যালয়ের অভিভাবক বসার স্থানের টিন সেডের ভিতরে টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে আছে। এ সময় খেলনা মনে করে রুমে নিয়ে যায়। পরে বিদ্যালয়ের কর্মরত রাজমিস্ত্রিরা এলে তাদের দেখায়। তারা এটি বোমা হতে পারে জানালে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়া হয়। কোতয়ালী থানা পুলিশের এসআই দেবাশিষ রায় জানান, আনুমানিক ১০ ইঞ্চি লম্বা এবং এক কেজি ওজনের বস্তুটিতে তার এবং ব্যাটারির সংযোগ রয়েছে। আমরা ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে পানিতে রেখে দিয়েছি। এ ব্যাপারে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। কোতয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে থানার নিয়ে আসা হয়েছে। বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যাবে আসলে এটা কি।