11959988_145234215826582_1981169772840398290_n

মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য দিনাজপুর জেলার সেরা ইউ এন ও হয়েছেন খানসামার উপজেলার জননন্দিত নির্বাহী অফিসার মো: সাজেবুর রহমান।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক,২০১৬ এর এর বাছাই এর জন্য এ মনোনয়ন প্রদান করা হয়। খানসামা উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষা সরঞ্জাম, বেঞ্চ, কম্পিউটার সরবরাহ, মিড ডে মিল চালুকরণ, খেলাধুলা ও সংস্কৃতির উন্নয়ন, কাব স্কাউট পুনরুজ্জীবিত ও সক্রিয়করণ এবং প্রাথমিক শিক্ষা সম্পর্কে গবেষণাধর্মী নিবন্ধ ও প্রকাশনার জন্য তাকে এ মনোনয়ন দেয়া হয়। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *