নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন তথ্যসেবার উদ্যোক্তাকে মারপিট করেছে ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা। রোববার সন্ধায় ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। জানা যায়, তথ্যসেবার উদ্যোক্তা বুলুকে অফিস থেকে নামিয়ে পরিষদ ভবনের পিছনে নিয়ে ছাত্রলীগের ৭/৮ জন কর্মী বেদম মারপিট করে। পরে আহত অবস্থায় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। সে এখন চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সময় ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান নিজ অফিসেই অবস্থান করলেও ঘটনার কিছুই জানেনা, বলে সংবাদকর্মীদের জানিয়েছেন। এদিকে সচিব আব্দুল বাতেন জানান, ছাত্রলীগের কর্মী জহুরুলের নেত্রিত্বে ৭/৮জন ছেলে বুলুকে মারপিট করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে তিনি মামলা করারর পরামর্শ দিয়েছেন। পরে সোমবার দুপুরে কচাকাটা থানায় একটি অভিযোগ করেন আহত বুলুর পরিবার। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন, কচাকাটা থানার ওসি জাকিরুল চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন