কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে র্যালী, মানববন্ধন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও কর্মীসহ সকল শেনি পেশার মানুষের সমন্বয়ে র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও উদ্বুদ্ধকরণ সভা করে। বক্তক্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রমতুল্লাহ, পৌর মেয়র আব্দুর রহমান মিয়া, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, যুবলীগ সভাপতি রওশন আলম, অধ্যক্ষ নাসিমুল ইসলাম, নাগেশ্বরী এম.এ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. শামসুদ্দিন, শেকড় সভাপতি মনোয়ার হোসেন সিদ্দিকী, বণিক সমিতির সভাপতি নুরন্নবী দুলাল প্রমুখ।