নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি : ১০.১২.২২
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে আর্ন্তজাতীক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ১০ ডিসেম্বর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও জয়ীতাদের সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, মহিলা ভাইচ চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন নেছা,ওসি নবীউল হাসান,যুব কর্মকর্তা মকবুল হোসেন,কিশোর কিশোরী ক্লাব সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপার ভাইজার নীহার রঞ্জন বর্মার সার্বিক সহযোগীতায় ও অফিস সহকারী শাহীন মাহামুদের উপস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।