কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ টাকা ও হাইজিন কিট দিয়েছে মুসলিম এইড। স্ট্রাট ফান্ডের আর্থিক সহায়তায় বন্যা পীড়িত নারায়নপুর, নুনখাওয়া ও কচাকাটা ইউনিয়নের ১ হাজার ১৫৭ পরিবারকে শর্তহীনভাবে নগদ ৪ হাজার টাকা, সাবান, প্লাস্টিক মগ, বালতি, স্যানেটারী ন্যাপকিন কাপড়, খাবার স্যালাইন, স্যাভলন, ইমার্জেন্সী সেল্টার সামগ্রী তারপুলিন দেয়া হয়েছে বলে জানান মুসলিম এইড নাগেশ্বরী শাখা ব্যবস্থাপক মাহফুজার রহমান। বৃহস্পতিবার দুপুরে নারায়নপুর ইউনিয়নে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ, ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, প্রকল্প কো-অর্ডিনেটর সফিউল আজম প্রমুখ।