download
কুড়িগ্রাম প্রতিনিধি:
নারী কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রপ্তির উদ্দেশ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে কৃষি পণ্য সামগ্রীর মেলা। বৃহস্পতিবার জীবিকার আয়োজনে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমী চত্বরে মেলার উদ্বোধন জেলা প্রশাসক খান মো: নুরুল আমীন।
জীবিকা পরিচালক মানিক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: রফিকুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, কুড়িগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, প্রোগ্রাম ফোকাল পারসন পাপন সরকার, নারী কৃষক বিজলী বেগম প্রমূখ।
অক্সফ্যামের সহযোগিতায় নারী কৃষকদের ক্যাম্পেইন পর্ব-৩ এর কার্যক্রমের আওতায় দিনব্যাপি কৃষি পণ্য সামগ্রীর মেলা অনুষ্ঠিত হয়। এতে ৩০ টি স্টলে ব্রহ্মপুত্র ও ধরলা নদী অববাহিকার নারী কৃষকরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টলে ঘুরে নারী কৃষকদের সাথে কথা বলেন জেলা প্রশাসক খান মো: নুরুল আমীন। মেলায় শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দর্শনার্থী হিসাবে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন