মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত “নারী পুলিশ সদস্যদের উদ্দীপনামূলক প্রশিক্ষণ কর্মশালা” কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধি, ড্রেস রুলস ও জেন্ডার বান্ধব কার্যক্রম অবগতকরণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশের ভূমিকা সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমেনা বেগম, বিপিএম, ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল) এসবি, ঢাকা ও সভাপতি বিপিডব্লিউএন, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাসুদেব বনিক, কমান্ড্যান্ট, পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর আরোও উপস্থিত ছিলেন, জনাব শামীমা বেগম, বিপিএম, পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) ডিএমপি, ঢাকা ও সহ সভাপতি, বিপিডব্লিউএন, জনাব মোঃ আবুল কালাম আজাদ, অতিঃ ডিআইজি, পিটিসি, রংপুর, জনাব সৈয়দা জান্নাত আরা, পুলিশ সুপার, কুড়িগ্রাম জেলা, জনাব আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, লালমনিরহাট জেলা, জনাব শামিমা পারভীন, পুলিশ সুপার, পিটিসি, রংপুর এবং জনাব শাওন শায়লা, পিপিএম, অতিঃ পুলিশ সুপার, নারায়নগঞ্জ জেলা।
উক্ত কর্মশালায় ৩৮২ জন নারী রিক্রুট কন্সটেবল অংশগ্রহণ করেছে।