আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন উন্নয়ন প্রকল্পের এলজিইডির আওতায় হিলিপের উদ্যোগে পাট জাত দ্রব্য শীর্ষক দশ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠান গত শুক্রবার শেষ হয়েছে। স্থানীয় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হিলিপ প্রকল্পের জেলা প্রকল্প সম্বনয়কারী আরমান রশিদের সভাপতিত্বে জেলা মনিটরিং অফিসার মোঃ হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না। বিশেষ অতিথি ছিলেন এনএআরএম বাংলাদেশের নির্বাহী প্রধান ঝর্না বাড়ৈ জেলা সিআইসি মোঃ মাহমুদুর রহমান,এলসি আবু জাহের মাস্টার ট্রেইনার রিতু,প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া । স্বাগত বক্তব্য রাখেন হিলিপ প্রকল্পের উপজেলা প্রজেক্ট কো-অডিনেটর মোঃ আবদুল আউয়াল সরকার। এছাড়াও বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী সুইটি আক্তার। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। উল্লেখ্য,এ প্রশিক্ষণে নাসিরনগর,সরাইল ও আশুগঞ্জ উপজেলার ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। তাদেরকে পাটজাত দ্রব্য দিয়ে বিভিন্ন পণ্য হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। গত ৩ মে থেকে এ প্রশিক্ষণ শুরু হয়।