আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে মনির মিয়া(২৪)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চৈয়ারকুঁড়ির বাজারের পাশ্ববর্তী সিংঙা নদীতে । নিহত চৈয়ারকুড়ি গ্রামের নোয়াজ আলীর ছেলে। পরিবারের লোকজন জানায়, সকালে বাড়ির পার্শ্ববতী নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায়। তার পাশে থাকা লোকজন তাকে অনেক খোঁজাখুজির পর পানি থেকে তার মৃত দেহ উদ্ধার করে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোকর্ণ ইউপি চেয়ারম্যান হাসান খাঁন জানান মিরকি রোগ থাকায় পার্শ্ববতী নদীতে মাছ ধরতে গিয়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।