আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥
নাসিরনগর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সদর ইউনিয়নের সদর কৃষি ব্লকে রিপার মেশিন দ্বারা ধান কর্তনের উপর মাঠ দিবসের আয়োজন করা হয়। সদরের গ্রামে অরুন দেবের জমিতে ব্রি ধান-২৯ কর্তন শেষে নাসিরনগর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামানের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব।বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সহকারী অধ্যাপক মোঃ আবদুল হক,প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,এসএপিপিও অলিউর রহমান।স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম।এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা,সাংবাদিক,কৃষক/কৃষানী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।