আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের গোর্কণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬‘শ জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকালে গোর্কণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী সৈয়দ মোঃ শরীফের সভাপতিত্বে উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাহ উদ্দিন মুকুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের জেলা গর্ভনর স্বদেশ রঞ্জন সাহা । বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া, লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সাবেক জেলা গর্ভনর মোঃ নাছির উদ্দিন, গোর্কণ ইউপি চেয়ারম্যান মোঃ হাসান খাঁ,সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ইকবাল,সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানিজিং কমিটির সভাপতি সৈয়দ মোঃ শাহিন ও মাহবুবুর রহমান । বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা রোসেনা আক্তার,সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর ও নজরুল আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে ৬‘শ শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।