কুড়িগ্রাম প্রতিনিধিঃ
না ফেরার দেশে চলে গেলেন চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আব্দুর রহিমের পুত্রও উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আকতারুল ইসলাম (৪৬)। তিনি চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আব্দুর রহিমের পুত্র। পারিবারিক সূত্র জানাযায়, ওই শিক্ষক সোমবার গভীর রাতে স্কুলের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে পরে তাকে রংপুর ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শওকত আলী সরকার বীরবিক্রম,উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃমাহবুবুর রহমান, সাপ্তাহিক যুগের খবরের সম্পাদক এস এম নুরুল আমিন, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মমিনুল ইসলাম বাবু, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার আছরের নামাজ পর জানাযা নামাজ শেষে চিলমারীস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানাগেছে।