কবি -মোঃ আতিকুর রহমান
বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি
এদেশ আমার প্রাণের চেয়েও দামি।
দেশটা নয়তো কারো জমিদারি
দেশটা নয়তো কারো বাপের বাড়ি।
এ দেশটা আমাদের আমজনতার
দেশটা আমাদের শহীদ মাতার।
দেশটা বুকের তাজা রক্তে কেনা
এ দেশটা আমাদের খাঁটি সোনা।
দেশটা নয় তো কোন মগের মুল্লুক
দেশটা নয়তো কারো বাপের তাল্লুক।
দেশটা কামার কুমার জেলে চাষীর
দেশটা স্বামী সন্তান হারানো মাসির।
দেশটা সম্ভ্রম হারা আমার বোনের
দেশটা লাখো শহীদের তাজা খুনের।
সোনার বাংলা নিয়ে আমরা গর্ব করি
স্বাধীনতা সার্বভৌমত্ব রাখবো জারি।
আমাদের ভাগ্য নিয়ে দিব না খেলতে
লুটপাট করে সম্পদ দিবো না গিলতে।
এদেশের আমরা সবাই বীরের জাতি
দেশের জন্য মেনে নিব যে কোন ক্ষতি।
এসো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করি
নিজেদের ভাগ্য নিজেরাই গড়ি।
ছিনিমিনি করতে দিব না এদেশ নিয়ে
রুখবো সকল ষড়যন্ত্র জীবন দিয়ে।l