এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে পাকেরহাট নাহার মার্কেটে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যেক্তা সোলেমান আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ, ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রংপুর বিভাগীয় টিম লিডার কামরুজ্জামান, দিনাজপুর এরিয়া অফিসার শামসুল কবির, রানীরবন্দর ইউনিট ইনচার্জ তৌহিদ আলম, ব্র্যাক ব্যাংক পাকেরহাট শাখার এজেন্ট বাগদাদ এগ্রো টেকের লিপা আক্তার, ব্যবসায়ীগণ ও সুধীজন।