মানিক হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
সৈয়দপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের তিন দিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ দিল পিআইবি। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের গত ৫ থেকে ৭ ডিসেম্বর ঢাকায় পিআইবি ভবনে এ প্রশিক্ষণে ক্লাবের ২৮ জন সাংবাদিক প্রশিক্ষণ নেন। সনদ পত্র প্রদান করা হয়। সভাপতিত্বে করেন পিআইবির মহাপরিচালক মোঃ শাহ আলমগীরের অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে সৈয়দপুরের সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।