রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ
পিতামাতার মনে বড় আশা ছিল ফুটফুটে চাঁদের মত কোমলমতি দ্বিতীয় শিশুপুত্র ফজলে রাব্বী (৪) কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার বানাবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ফজলে রাব্বীর জন্মের ৬ মাস পূর্বেই সড়ক দুর্ঘটনায় তার পিতা নেকমরদ ভবানন্দপুর গ্রামের আল আমিন (২৫) মারা যায়। সে হাতেই সংসারের হাল ধরেন অসহায় রাব্বীর মা শাহীনা বেগম(২৪) কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর তাই শিশুপুত্র রাব্বী আক্রান্ত হয় জন্মগত হৃদরোগে। মা শাহীনা বেগম সহায় সম্বলহীন হয়ে পড়ে চিকিৎসা করান রংপুর মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল্লাহ আল মামুন এবং রনজিৎ এর নিকট। পপুলার হাসপাতালে পরীক্ষা-নিরিক্ষার পর ধরা পড়ে হৃদরোগ। তারা জানিয়েছেন রাব্বীর ওপেন হার্ট সার্জারী করতে হবে ঢাকায় এর জন্য অনেক টাকার প্রয়োজন। গরীব অসহায় দুস্থ বিধবা শাহীনা বেগমের পক্ষে হার্ট সার্জারী করা কোন মতেই সম্ভব নয়। শিশু পুত্রকে বাঁচাতে সমাজের বিত্তবান হৃদয়বান ও জন প্রতিনিধি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আকুতি জানিয়েছেন। হিসাব নং-১০০০০৬০২৮, সোনালী ব্যাংক লিমিটেড, নেকমরদ শাখা, ঠাকুরগাঁও।