রংপুর প্রতিনিধি॥
রংপুরের নবগঠিত পীরগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রধানমন্ত্রীর ভাসুরপুত্র ্এ্যাডভোকেট তাজিমুল ইসলাম শামীম কে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।রোববার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাসুরপুত্র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাজিমুল ইসলাম শামীমকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রদান করেন । আওয়ামীলীগের তুখোড় এই নেতাকে মেয়র পদে মনোনয়ন দেয়ায় পীরগঞ্জে উপজেলা সদরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট ও দলীয় সুত্রে জানা গেছে, আগামী ৭ আগষ্ট নবগঠিত পীরগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন হতে যাচ্ছে। ওই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক পাওয়ার জন্য গত ২ জুলাই স্থানীয় দলীয় কার্যালয়ে ৭ জন প্রার্থী আবেদন করেন। পরদিন রংপুরে দলীয় কার্যালয়ে ওই প্রার্থীদের সাক্ষাত নেয়া হয়।