ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ পঞ্চগড়ের দেবীগঞ্জে মহারাজ যজ্ঞেশ্বর রায় (৫০) নামে এক হিন্দু পুরোহিতকে হত্যার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ঠাকুরগাঁও জেলা শাখা শহরের চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করে।
এই কর্মসূচিতে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ (ইসকন) ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক গৌতম ব্রক্ষ্মচারী, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি সোলেমান আলী, প্রফেসর মনতোষ কুমার দে প্রমুখ।
বক্তারা মহারাজা যজ্ঞেশ্বর হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত রোববার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় মহারাজ যজ্ঞেশ্বর রায় (৫০) নামে এক পুরোহিতকে গলা কেটে হত্যা ও গোপাল চন্দ্র রায়কেও গুলি করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত।