কেন্দুয়া প্রতিনিধিঃ
গত ২১ ডিসেম্বর বুধবার দৈনিক অদম্য বাংলা পত্রিকার ৩,৪ ও ৫ নং কলামে কেন্দুয়ায় সরিষা ক্ষেতের সঙ্গে শত্রুতা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।উক্ত সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, আমি আলী আকবর গংদের সাথে মজিবুর রহমানের শত্রুতা রয়েছে। সেই শত্রুতার বশতই গত ১৮ ডিসেম্বর রাতে দলবল নিয়ে সরিষা ক্ষেত কেটে ফেলি।আসলে মজিবুর রহমানের সঙ্গে আমার কোন শত্রুতা নেই। সে মন গড়া বক্তব্য দিয়ে আমার নামে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে।যা আদৌ সত্য নহে।একটি কুচক্রী মহলের সহায়তায় আমাকে হয়রানি করার হীন অপ্রচেষ্টা মাত্র। আমি সহজ সরল মানুষ, আমার দ্ধারা কারো ক্ষতি হউক সেটা আমি চাইনা।এমন মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।