কবি -রওশন আরা লিলি
প্রকৃতি —–
তোমার সান্নিধ্যে এলাম!
একটু প্রশান্তি পাওয়ার আশে!
পুরো পৃথিবীটাই যখন অসুস্থ
তখন, নিরাপদ কি এই অবকাশে –?
সাঁঝ হলে ভোর পাবো কিনা
ভোর হলে সাঁঝ কি জীবনে আসে –?
তবুও যে আমরা মানুষ হয়ে
মানুষকে ঠকাই, কিসের আশে?
তোমার কর্মফলের লাগি
যদি কারো অশ্রু ঝরে,
মনে রেখ, প্রতিদান পাবেই তুমি।
সবকিছু ছেরে যখন যাবে পরপারে।
যার যা আমল, আছে তার হাতে
যাবে যে তারই সাথে,
অন্য কে ঠকিয়ে তার পাপ টুকু কেন তুমি নিয়ে যাবে তোমার হাতে!
প্রকৃতি তুমি সুন্দর, তুমি শেষ আশ্রয়
তাই তো তোমার সান্নিধ্যে আসি
দুদণ্ড বসি!
তবুও তো ভয়, ওত পেতে আছে
কতো যে বিপদ,
হঠাৎ করে কোথাও হতে আসি।
ক্ষনিক জীবন টাকে তবুও ভালোবাসি
তাই প্রকৃতি তোমার কাছে ছুটে আসি।
তুমি কাছে টানো কিযে সুখ আনো,
একাকী নই আমি তোমায় ভালোবাসি।।