ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের উদ্যোগে বলাকা সিনেমা হলের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পূর্বের জায়গায় এসে শেষ হয়। র‌্যালিতে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনির সভাপতিত্বে বক্তব্য দেন, সিনিয়র সহ সভাপতি কুরবান আলী সরকার, মানিক আলী, তৌসিফ আরাফাত লিয়েন, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, যুগ্ম সাধারণ সম্পাদক- রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক- ওসমান গনি, রাজিউর রহমান রাজু প্রমুখ।
উলেখ্য, তিন দশক আগে ১৯৮১ সালের এই দিনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন