সড়ক দুর্ঘটনা ছাড়া একটি দিনও বাদ যাচ্ছে না । দেশের প্রতিটি জনপদেই যেন সড়ক দুর্ঘটনার খনি । দিনের শুরু কি শেষ, কোন সময় নেই যে ছোট বড় দুর্ঘটনা না ঘটছে কোথাও না কোথাও । এসব লাগাতার দুর্ঘটনায় হাজারো প্রানহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শত কোটির সম্পদ । জানমাল সবাই যেন বেশী বেশী তৎপর। তারপরও কেন জানি রোধ করা যাচ্ছেনা । অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশের সড়কে মড়ক লেগেছে। এই মড়ক নিয়ে পুলিশ এবং পরিবহন মালিক ও শ্রমিকরা দোষারোপ করছেন একে অপরকে । তবে সড়ক দুর্ঘটনার বেশ কিছু কারন ও প্রতিকার নিয়ে অভিন্ন মত দিয়েছেন তারা । বিশেষ করে ঈদ কেন্দ্রিক সময়ে কিভাবে সড়ক দুর্ঘটনা নিয়ন্্রয়ন রাখা যায় সেটা নিয়েও তৎপর হয়ে সকল পক্ষ । কিন্তু সড়কের মড়ক কোন প্রতিরোধ দিয়ে ঠেকানো যায়নি ।