আকতার হোসেন ভুইয়া,নাসিরনর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আয়োজনে ফান্দাউক দরবার শরীফ প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর পীরজাদা মূফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুনের সভাপতিত্বে পীরজাদা মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দীকের পরিচালনায় ইফতার মাহফিলে ফান্দাউক ইউপির নব নিবার্চিত চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন, মোড়াকরি ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম মোল্লা,বামৈ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাবেক চেয়ারম্যান আহমাদ আলী,সাবেক চেয়ারম্যান শাহ আলম, ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দীন আহমাদ আল-হোসাইনী, পীরজাদা সৈয়দ বাহাউদ্দীন খোকন, খান্দুরা দরবার শরীফের শাহ সূফী সৈয়দ সায়েম আহমাদ, ইটাখোলা সিনিয়র মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আমীর হোসেন, মাওলানা ইব্রাহিম সিদ্দিকী , কুন্ডা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা জসিম উদ্দীন মাছুমী, মাওলানা হাফেজ আব্দুরহমান হানাফী, মাওলানা সৈয়দ জাকারীয়া, সৈয়দ আশ্রাফ উদ্দীন শামীমসহ মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করেন ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মূফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন।