কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামে আপন ভাই-ভাতিজার অত্যাচারে চরম নিরাপত্তা হীনতায় একটি কৃষক পরিবার, গ্রাম্য শালিস বৈঠক থেকে শুরু করে থানায় মামলা করেও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবারটি।
থানা ও কোর্টে দায়েরকৃত একাধিক মামলা সূত্রে জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের পুত্র কৃষক ইব্রাহিম আলী। তিনি ও তার পরিবারের অন্যান্য সদস্যরা দলিল মূলে ৩ একর সাড়ে ৫৭ শতক জমির মালিকানা প্রাপ্ত হয়ে উক্ত জমি ভোগ দখল করে আসছিলেন। কৃষক ইব্রাহিম আলীর পরিবারের নামীয় সম্পত্তির উপর কু-নজর পড়ে আপন ভাই মৃত জয়নাল আবেদীনের পুত্র জহির উদ্দিন (৭২), আপন ভাতিজা জহির উদ্দিনের পুত্র এনামুল হক (৩৮), ইয়াছিন আলী (৩৫), আপন ভাতিজা মৃত সায়েদ আলীর পুত্র জোবায়দুল হক (৩৫), রফিকুল ইসলাম (৪৪), মফিজুল ইসলাম (৪০), ওবায়দুল হক (৪৩) সহ পরিবারের কতিপয় সদস্যদের। কৃষক ইব্রাহিম আলী ও তার পরিবারের সদস্যদের নামীয় সম্পত্তির মধ্যে ফুলবাড়ী উপজেলার কাশিপুর মৌজার জেএল নং- ৩৫, এস এ খতিয়ান নং- ৯১৯, ডিপি খতিয়ান নং- ১০২৫, এসএ দাগ নং- ১৬২৭, ডিপি দাগ নং- ২১৮২ মোতাবেক ৫১ শতক জমির মধ্যে দাবি ২৫ শতক ও ১৬৩০ দাগে ৯৭ শতক জমির মধ্যে দাবি ৩১ শতক। কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মৌজায় জেএল নং- ৩৪, খতিয়ান নং- ৭৩৭, দাগ নং- ২৮৬০ মূলে ৫ একর ২৫ শতক জমির মধ্যে দাবি ৫০ শতক এবং ২৮৮৫ দাগে ১ একর ২০ শতক জমির মধ্যে দাবি ৮৭ শতক। এসএ খতিয়ান নং- ৮৮২, দাগ নং- ২৩৩১ এর বাটা দাগ ১৫৫৮ মূলে ৭৫ শতক জমির মধ্যে দাবি সাড়ে ৪৩ শতক। বিভিন্ন সময় চাচাতো ভাই, চাচা, ফুফু ও দাদির অংশ সমূহ দলিল মূলে ক্রয় করে একত্রে ২ একর সাড়ে ১৪ শতক এবং বাবা ও বোন এর কাছ থেকে দলিল মূলে ক্রয় করে একত্রে ১ একর ৪৩ শতক জমি সর্বমোট ইব্রাহিম আলীর পরিবার ৩ একর সাড়ে ৫৭ শতক জমির মালিকানা লাভ করেন। ইব্রাহিম আলী ১ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক হওয়ায় শক্তি সামর্থ তার পরিবারটি অন্যান্য শরীকদের থেকে অনেকটা দুর্বল। এরই সুযোগে বিবাদীগং বিভিন্ন সময় আইন আদালতের তোয়াক্কা না করে পেশি শক্তির বলে পুকুরের মাছ চুরি, জমি জবর দখল এবং ইব্রাহিম আলীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছে। ইতোমধ্যে বিবাদীরা ইব্রাহিম আলী ও তার পরিবারের স্বত্ত্ব দখলীয় নামীয় সম্পত্তি হতে গত ০৯/০৩/২০১৩ইং তারিখে ২৫ শতক জমি জবর দখল এবং জাল দলিল মূলে ৩১ শতক জমি জবর দখল করে। কৃষক ইব্রাহিম আলী কুড়িগ্রাম জেলা প্রশাসক, কুড়িগ্রাম পুলিশ সুপার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ সহ কোর্টে একাধিক মামলা দায়ের করেন। মামলায় কতিপয় বিবাদী পরাজিত হলেও এবং স্থানীয় শালিস বৈঠক মেনে নিলেও পরবর্তীতে সম্পূর্ণ অস্বীকার করে ইব্রাহিম আলীর পরিবারকে হয়রানী করে আসছে। এসব ঘটনায় কৃষক ইব্রাহিম আলী ও তার পরিবারের লোকজন প্রশাসনের নিকট সুদৃষ্টি কামনা করেছে। এ ব্যাপারে কৃষক ইব্রাহিম আলী জানায়, আমার ভাই, ভাতিজা ও তাদের পরিবারের কতিপয় লোকজন কারণে অকারণে আমার সাথে অহেতুক বিবাদ তৈরি করে আসছে। তারা আমার জমি জবর দখল সহ নানাভাবে হুমকি দিয়ে আসছে। আমি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন