Aborod Picture 21.7 (4)

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজ জাতীয় করনের দাবীতে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ফুলবাড়ী বনিক সমিতি, ঠেলাগাড়ী, রিক্স্রা, অটো রিক্স্রা, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে ফুলবাড়ী শহরে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এ সময় উপজেলা শহর ভূতুরে শহরে পরিনত হয়। খাবার দোকান থেকে শুরু করে ঔষধের দোকান, গালামাল, কাচাঁবাজার কোন দোকানপাঠ খোলা ছিল না। সাধারণ মানুষ স্বতুঃস্ফুত ভাবে অবরোধে অংশ গ্রহন করেন। আন্দোলনকরীরা জানান, অবকাঠামো বিহীন ফুলবাড়ী উপজেলা শহর থেকে প্রায় ৮ কিঃ মিঃ দুরে উপজেলার নওদাবস গ্রামে নন-এমপিও সাইফুর রহমান মহবিদ্যালয়কে কি ভাবে জাতীয় করণের তালিকায় স্থান পেল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। এসময় তিনকোনা মোড়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ সরকার বাবুল, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলাছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন, শিক্ষার্থী মিল্টন খন্দকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *